/anm-bengali/media/post_banners/GwkrYwx3sU4rZfND1Ctf.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল মঙ্গলবার রাতে জোরালো কম্পে কেঁপে ওঠে পাকিস্তান, আফগানিস্তান। এছাড়া বেশ শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে দিল্লি, ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন (এনসিআর)-সহ উত্তর ভারতের একাংশে। এদিকে ঘর, বাড়ি কাঁপতে থাকায় প্রাণ রক্ষার তাগিদে বহু মানুষ নিজেদের বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়েন। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও যথেষ্ট ভাইরাল হয়েছে। যে দেখে হয়তো আপনার একটা কথাই মাথায় আসবে, সেটি হল 'কুর্নিশ।' এই ভিডিওতে দেখা যাচ্ছে, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে একটি হাসপাতালে জরুরি এলএসসিএস চলছিল, সেই সময় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। থরথর করে কাঁপতে থাকে অপারেশন টেবিল, মেশিন। অন্ধকার হয়ে যায় ঘর। যদিও ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা কম্পনকে উপেক্ষা করে সফলভাবে অস্ত্রপচার করেন। কর্মীদের অভিনন্দন যারা এলএসসিএস সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন এবং সবাই নিরাপদে আছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us