মূকাভিনয় করে দেশের গৌরব বাড়াচ্ছেন শুভেন্দু মুখোপাধ্যায়

author-image
Harmeet
New Update
মূকাভিনয় করে দেশের গৌরব বাড়াচ্ছেন শুভেন্দু মুখোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের এসময়ের অন্যতম সেরা মূকাভিনয় শিল্পী ভারতীয় মূকাভিনয়ের পথিকৃৎ যোগেশ দত্ত-র সুযোগ্য শিষ্য শুভেন্দু মুখোপাধ্যায়। তিনি পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে তো বটেই মূকাভিনয় পরিবেশন করেছেন দেশের বাইরেও। 




ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক প্রদত্ত ন্যাশনাল স্কলারশিপ ও ফেলোশিপ প্রাপ্ত এই মূকাভিনেতা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বিভিন্ন দেশে। তাঁকে আগামী ২২ মার্চ আন্তর্জাতিক মূকাভিনয় দিবসে উত্তম মঞ্চে সন্মাননা জানাচ্ছেন ওয়ান এলিট গ্রুপ। 





 এদিন শুভেন্দু মূকাভিনয় প্রদর্শন করবেন। প্রসঙ্গত, এবছর আধুনিক মূকাভিনয়ের জনক মার্সেল মার্সোর শততম জন্মবার্ষিকী। ২২ মার্চ মার্সোর জন্মদিনেই প্রতিবছর আন্তর্জাতিক মূকাভিনয় দিবস পালন করেন বিশ্বের মূকাভিনয় প্রেমীরা।