সাবেক প্রেসিডেন্ট ডেবির মৃত্যুর দায়ে ৪৪১ বিদ্রোহীর যাবজ্জীবন কারাদণ্ড

author-image
Harmeet
New Update
সাবেক প্রেসিডেন্ট ডেবির মৃত্যুর দায়ে ৪৪১ বিদ্রোহীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতাঃ চাদের আদালত ২০২১ সালে তাদের গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে ফ্রন্টলাইনে নিহত সাবেক প্রেসিডেন্ট ইদ্রিস ডেবির মৃত্যুর দায়ে মঙ্গলবার ৪০০ জনেরও বেশি বিদ্রোহীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। লিবিয়া ভিত্তিক ফ্রন্ট ফর চেঞ্জ অ্যান্ড কনকর্ড ইন চাদ (ফ্যাক্ট) বিদ্রোহী গ্রুপের ৪৬৫ সদস্যের বিচার গত ১৩ ফেব্রুয়ারি রাজধানী এনজামেনায় শুরু হয়।এনজামেনার আপিল আদালতের ফৌজদারি চেম্বার মঙ্গলবার ৪৪১ জনকে সন্ত্রাসী কর্মকাণ্ড, জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করা এবং রাষ্ট্রপ্রধানের জীবনকে বিপন্ন করার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। বাকিদের প্রমাণের অভাবে মুক্তি দেওয়া হয়েছে।