শিশুদের সঙ্গে 'যুদ্ধের লুণ্ঠনের' মতো আচরণ করছে রাশিয়া: আইসিসির প্রসিকিউটর

author-image
Harmeet
New Update
শিশুদের সঙ্গে 'যুদ্ধের লুণ্ঠনের' মতো আচরণ করছে রাশিয়া: আইসিসির প্রসিকিউটর

নিজস্ব সংবাদদাতাঃ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খান বলেন, 'রাশিয়া শিশুদের সঙ্গে যুদ্ধের লুণ্ঠনের মতো আচরণ করছে।' ইউক্রেনের শিশুদের অবৈধভাবে রাশিয়ায় ফেরত পাঠানোর অভিযোগে গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়ার শিশু অধিকার কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। তিনি বলেন, 'জেনেভা কনভেনশনের রোম সংবিধিতে স্পষ্ট ভাবে বলা আছে, আপনি বেসামরিক নাগরিকদের বিদেশে ফেরত পাঠাতে পারবেন না।' মস্কো পরোয়ানা প্রত্যাখ্যান করেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, "রাশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধির সদস্য নয় এবং এর অধীনে কোনও বাধ্যবাধকতা বহন করে না।"