নিজস্ব সংবাদদাতাঃ আগে সপ্তাহে অনেকবার শারিরীক মিলন হতো। এখন এখন কমে গিয়েছে। এই চিন্তাও অনেককে দম্পতিকে কুড়ে খায়। চিকিত্সকরা বলছেন, এত চিন্তার কিছু নেই। যৌন মিলন কমে যাওয়ার অনেক কারণের মধ্যে অন্যতম হল কাজের চাপ। চিকিত্সকরা বলছেন, দু'জনে একে অপরকে সময় দিন। উত্তেজক কথাবার্তা বলুন। কীভাবে নতুনত্ব উপায়ে যৌনতাকে আরও উপভোগ করা যায়, সে বিষয়ে কথা বলুন। তাহলেই সমস্যা মিটে যাবে।