ভাইরাল সিঁদুর পরা ছবি, পরিণতি মর্মান্তিক

author-image
Harmeet
New Update
ভাইরাল সিঁদুর পরা ছবি, পরিণতি মর্মান্তিক

নিজস্ব সংবাদদাতাঃ সিঁদুর পরা ছবি ভাইরাল। আর তারপর স্কুল ছাত্রীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ঘটনা দাসপুর থানার নিজামপুর এলাকায়। ঘটনা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে স্বপ্নালী দোলুই (১৬) বাড়িতে একাই ছিলেন। মা নীলিমা দোলুই বাড়ির কাজের জন্য আশেপাশেই ছিলেন। স্বপ্নালীকে সহপাঠীরা স্কুলে যাওয়ার জন্য ডাকাডাকি করলে, সাড়া না পেয়ে বাড়ির ভিতর গিয়ে জানা যায় ভিতর থেকে দরজা বন্ধ। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে প্রবেশ করলে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পাওয়া যায় স্বপ্নালীকে। পরিবার সূত্রে এ বিষয়ে জানা যায়, স্বপ্নালীর সাথে পূর্ব মেদিনীপুরের মেচেদা এলাকার একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। এরপর একটি সিঁদুর পরানো ছবি রীতিমত ভাইরাল হয়। বিষয়টি জানাজানি হওয়ার পরেই স্বপ্নালী এই পথ বেছে নিয়েছিলেন বলে মনে করা হচ্ছে।