New Update
/anm-bengali/media/post_banners/mXGPm22hSPTaxM4cDrXT.jpg)
নিজস্ব সংবাদদাতা: অকেজো হয়ে পড়ল অ্যাপ। স্কুলে কতজন পড়ুয়া মিড-ডে মিল খাচ্ছে, প্রধান শিক্ষক-শিক্ষিকাদের কাজ ছিল তার হিসেব একটি অ্যাপের মাধ্যমে জেলা প্রশাসনের কাছে পাঠানো। অভিযোগ, কয়েক দিন ধরে ওই অ্যাপ ঠিকঠাক কাজ করছে না। কত জন পড়ুয়া খেয়েছে, তার হিসেব অ্যাপে এন্ট্রি করলে স্ক্রিনে ভেসে উঠছে 'নট রিপোর্টেড'। হিসেব পাঠালেও প্রমাণ থাকছে না। অ্যাপ-বিভ্রাট নিয়ে এবার নাজেহাল প্রধান শিক্ষকেরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us