New Update
/anm-bengali/media/post_banners/Kt49yIWAoOSnvSsGWy9Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: প্রথম সারির অভিনেতার গালে এক ঘণ্টায় পড়লো ৭ থেকে ৮ টা কষিয়ে চড়। ২০১৯ সালে বনি সেনগুপ্তর ‘জানবাজ’ সিনেমার শুটিং চলছিল। সেই ছবির সেটেই একবার এমন এক ঘটনা ঘটে। অভিনেতাকে মাত্র এক ঘণ্টায় ৭-৮ টা কষিয়ে চড় খেতে হয়েছিল। নিয়োগ দুর্নীতিতে এই প্রথম টলিউডের কোনও অভিনেতার ডাক পড়েছে। জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তাই এই মুহূর্তে শিরোনামে এই টলিউড নায়ক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us