নিজস্ব সংবাদদাতাঃ কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত ও ছয় পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। বিরোধী দলীয় নেতা রাইলা ওডিঙ্গার আহ্বানে সাড়া দিয়ে বিক্ষোভকারীরা রাজধানী নাইরোবি এবং আরও কয়েকটি শহরের রাস্তায় নেমে আসে। কেউ কেউ রাস্তায় আগুন জ্বালিয়ে দেয় এবং পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে।