জম্মু কাশ্মীরে NIA-র বড় সাফল্য

author-image
Harmeet
New Update
জম্মু কাশ্মীরে NIA-র বড় সাফল্য

 নিজস্ব সংবাদদাতাঃ আবারও বড়সড় পদক্ষেপ নিল এনআইএ। জানা গিয়েছে, ২০২০ সালের অক্টোবর মাসে নথিভুক্ত এনজিও সন্ত্রাসে অর্থায়নের মামলার ব্যাপক তদন্তের পরে এনআইএ আজ মঙ্গলবার জম্মু-কাশ্মীরের শ্রীনগর থেকে ইরফান মেহরাজকে গ্রেফতার করেছে। এনআইএ জানিয়েছে, মেহরাজ খুররম পারভেজের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং তার সংগঠন জম্মু ও কাশ্মীর কোয়ালিশন অফ সিভিল সোসাইটিজর এর সাথে কাজ করছিলেন।