New Update
/anm-bengali/media/post_banners/5quOgEsooKH8bqDsGh7c.jpg)
নিজস্ব সংবাদদাতা: সোমবার গভীর রাতে হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্ধার করা হলো প্রচুর সোনার গয়না এবং সোনার বাট। এক ব্যক্তি ব্যাগ নিয়ে অসংলগ্নভাবে ঘোরাঘুরি করছিল স্টেশনে। আরপিএফের সন্দেহ হওয়ায় পরীক্ষা করতেই বেরিয়ে আসে গয়না, বাট এবং প্রায় এক কোটি পাঁচ হাজার টাকার সোনা। ওই ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা বলে খবর। তবে সোনার গয়না এবং বাট নিয়ে উপযুক্ত তথ্য পাওয়া যায়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us