এসএসসি স্ক্যাম: কড়া স্টেপ নিচ্ছে ইডি! আজই জামিন?

author-image
Harmeet
New Update
এসএসসি স্ক্যাম: কড়া স্টেপ নিচ্ছে ইডি! আজই জামিন?

নিজস্ব সংবাদদাতা: আজ ফের আদালতে পেশ করা হবে মানিক ভট্টাচার্যকে। পেশ করা হবে মানিকের ছেলে সৌভিক এবং স্ত্রী শতরূপাকেও। মানিকের জামিনের বিরোধিতা করবে ইডি, খবর সূত্রের। আধিকারিকরা জামিন দেওয়ার বিরোধিতা কেন করছেন সেই তথ্যও তাঁরা আজই দেবেন। পাশাপাশি দেখাবেন কী কী তথ্যপ্রমাণ পাওয়া গেছে।