ইকুয়েডরের টেলিভিশন স্টেশনে বিস্ফোরণ, এক সাংবাদিক আহত

author-image
Harmeet
New Update
ইকুয়েডরের টেলিভিশন স্টেশনে বিস্ফোরণ, এক সাংবাদিক আহত

নিজস্ব স্নগবাদ্দাতাঃ ইকুয়েডরের দুটি সংবাদ মাধ্যমের সাংবাদিকদের বিস্ফোরক যুক্ত ইলেকট্রনিক ডিভাইসের খাম পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। গুয়ায়াকুইলের ইকুয়াভিসা টেলিভিশনে বিস্ফোরণটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। এতে একজন সাংবাদিক সামান্য আহত হন। ফরেনসিক বিভাগের জাতীয় প্রধান জেভিয়ার চাঙ্গো বলেন, "এটি একটি সামরিক ধরনের বিস্ফোরক।" চাঙ্গো বলেন, 'কুইটোর দুটি সংবাদমাধ্যমেও সতর্কতা জারি করা হয়েছে।' সরকার বলেছে, 'তারা দেশে মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করবে।' সরকারের বিবৃতিতে বলা হয়, 'সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতাকে ভয় দেখানোর যে কোনো প্রচেষ্টা একটি ঘৃণ্য কাজ, যার শাস্তি হওয়া উচিত ন্যায়বিচারের কঠোরতার সঙ্গে।'