New Update
/anm-bengali/media/post_banners/hyYXdlf4ZegUqhrzHqV9.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দলের সংগঠন নিয়ে ক্ষোভ প্রকাশ সাংসদ অর্জুন সিংহর। এদিন তিনি বলেন, ' বিরোধীরা বলছে, বাবুল সুপ্রিয় মন্ত্রী ছিলেন তৃণমূলে এসেও মন্ত্রী হয়েছেন। দিদিমণি সব গটআপ করে দিয়েছেন, এর কোনও উত্তর আমরা দিতে পারছি না। বিরোধীরা আমাদের থেকে প্রচারে এগিয়ে আছে। আর আমার এগিয়ে আছি দলেরই নেতাদের কোণঠাসা করতে। শাসকদল হয়েও সাগরদিঘিতে ১৭ টি বুথে ত্রিনমুলের এজেন্ট ছিল না। '
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us