​সুদীপ ব্যানার্জী, শিলিগুড়িঃ নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী এক লরি দুর্ঘটনার কবলে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বাগডোগরা থানার অন্তর্গত সিঙ্গিঝোড়া এশিয়ান হাইওয়ে -২ এ। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী শনিবার সকালে লরিটি নকশালবাড়ি এলাকা থেকে বেরিয়ে বাগডোগরা এশিয়ান হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপর গুরুতর জখম হয় গাড়ির চালক এবং সহকারি চালক। স্থানীয় বাসিন্দারা দ্রুত জখম গাড়ির চালক এবং সহকারি চালকে উদ্ধার করে স্থানীয় বাগডোগরা প্রাথমিক হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়।