জামুরিয়ায় 'বাংলা পক্ষ'র বিক্ষোভ

author-image
New Update
জামুরিয়ায়  'বাংলা পক্ষ'র বিক্ষোভ

হরি ঘোষ, জামুরিয়া: স্থানীয় কলকারখানায় স্থানীয় বেকার যুবকদের চাকরি নেই কিন্তু অন্যান্য জেলা ও রাজ্যের লোকদের চাকরি দেওয়া হচ্ছে। জামুরিয়ার বাঙালি জনগোষ্ঠী বঞ্চিত হচ্ছে। এই অভিযোগে, শনিবার "বাংলা পক্ষ" সংগঠন জামুরিয়া বোরো অফিস থেকে জামুরিয়ার একটি বেসরকারি কারখানার গেট পর্যন্ত মিছিল করে কারখানা গেটের সামনে বিক্ষোভ দেখান।

 'বাংলা পক্ষ' সদস্যদের দাবি, “পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভার ইকড়া শিল্প এলাকায় বেশ কয়েকটি কারখানা রয়েছে। যেখানে বিপুল সংখ্যক মানুষ চাকরি করে জীবিকা নির্বাহ করে। জানা গেছে, জামুরিয়ায় এত কারখানা থাকা সত্ত্বেও জামুরিয়ার ছেলেরা চাকরি পায় না।  বাইরের জেলা বা রাজ্যের লোকদের চাকরি দেওয়া হয়। জামুরিয়ার বাঙালি বাসিন্দারা এখনও বঞ্চিত।