New Update
/anm-bengali/media/post_banners/gyhrqUrsZoOhMMKTp2PM.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ স্টিফেন কন্সটান্টাইনের বিদায় এক প্রকার নিশ্চিত বলেই অনেকে মনে করছেন। এই পরিস্থিতিতে স্বভাবতই প্রশ্ন উঠছে, স্টিফেন না থাকলে ইস্টবেঙ্গলের নতুন কোচ কে হবেন? ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে জোসেপ গাম্বাউয়ের নাম। ওড়িশা এফসির প্রধান কোচের পদ সামলানোর অভিজ্ঞতা তার রয়েছে। বর্তমানে তিনি কোনও ক্লাবের সঙ্গে যুক্ত নন। অতীতে কোচিং করিয়েছেন বার্সেলোনার যুব দলে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us