New Update
/anm-bengali/media/post_banners/hf8gXhNKLkrwUssNniWS.jpg)
নিজস্ব সংবাদদাতা: কলকাতায় ফের বাড়ছে সবজির দাম। মাছের দামেও মধ্যবিত্তের পকেটে লাগবে ছ্যাঁকা। আর মুরগির মাংসের দামে যেন ঝরছে আগুন। গত একমাস থেকেই এমন চড়া দাম। কলকাতায় চিকেন বিক্রি হচ্ছে প্রতি কেজিতে ২৩০- ২৪০ টাকায়। ফলে নিম্ন- মধ্যবিত্ত মানুষদের নাভিশ্বাস ওঠা স্বাভাবিক। কোভিডের আগের তুলনায় বর্তমানে পোলট্রি খাবারের দাম প্রায় ৬০-৭০ শতাংশ নাকি বেড়েছে। আপনার এলাকায় এখন কত দাম মুরগির মাংসের?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us