New Update
/anm-bengali/media/post_banners/MBbzsMDyEbYwKzVE7Czp.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ উদয়ন গুহর পর তৃণমূলের বিরুদ্ধে বোমা ফাটালেন আরও এক তৃণমূল নেতা। সংখ্যালঘু সম্মেলনে যোগ দিয়ে বিধায়ক জগদীশ বসুনিয়া জানিয়েছেন, "“মঞ্চে বসে থাকা নেতাদের জন্যই দলের দুরবস্থা। মঞ্চে বসা নেতারাই এলাকায় গিয়ে মানুষকে বিভ্রান্ত করেন।" রাজনৈতিকমহলের একাংশের ধারণা, কারও নাম না নিলেও জগদীশের বাক্যবাণ উদয়ন গুহর বিরুদ্ধেই। জগদীশ বসুনিয়ার দাবি, মানুষের থেকে দূরে সরে গিয়েছিলেন তৃণমূল নেতাদের একাংশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us