নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা বাহিনী সোমবার জানিয়েছে, মার্কসবাদী অর্থনৈতিক স্বাধীনতা সংগ্রামী (ইএফএফ) পার্টির পরিকল্পিত বিক্ষোভের আগে প্রকাশ্যে সহিংসতার অভিযোগে গত ১২ ঘণ্টায় দেশজুড়ে ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইএফএফ বিদ্যুৎ বিচ্ছিন্নতার প্রতিবাদে এবং রাষ্ট্রপতি সিরিল রামাফোসার পদত্যাগের দাবিতে জাতীয় বন্ধের ডাক দিয়েছে।