এটিকে মোহনবাগানের নাম আমার পছন্দ নাঃ মমতা

author-image
Harmeet
New Update
এটিকে  মোহনবাগানের নাম  আমার পছন্দ নাঃ  মমতা

নিজস্ব সংবাদদাতাঃ মোহনবাগানের কোচ হুয়ান ফেরান্দো ও দলের ফুটবলারদের সঙ্গে মঞ্চের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, 'এটিকে মোহনবাগান নয়। এটিকে শুনতে ভালো লাগেনা। আমি অরূপকে বলেছিলাম মোহনবাগান সুপার জায়ান্টস রাখতে। আমার মা মোহনবাগানের খেলা হলে কালী বাড়িতে পুজো দিতে যেতেন'।