New Update
/anm-bengali/media/post_banners/6a97ma8MbQ9JlxqwMP3i.jpg)
নিজস্ব সংবাদদাতা: ২০২৩-এর শুরু থেকে ভারতে আবার বাড়ছে করোনা। বিভিন্ন রাজ্যে মৃত্যুও হচ্ছে। এর মধ্যেই নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্যমন্ত্রক। প্রবল সর্দি-কাশী, জ্বর, শ্বাসকষ্ট নেই বা অক্সিজেনের ঘাটতি নেই এমন রোগীকে হোম আইসোলেশনে রাখুন এবং নজরদারি জারি রাখুন। নিঃশ্বাস-প্রশ্বাসের ওঠানামার হার মিনিটে ২৪-এর নিচে, শ্বাসকষ্ট, SpO2-এর হার ঘরের মধ্যে ৯০ থেকে ৯৩%-এর মধ্যে থাকলে তাদের হাসপাতালে ভর্তি করুন। যাদের নিঃশ্বাস-প্রশ্বাসের ওঠানামার হার মিনিটে ৩০-এর নিচে, শ্বাসকষ্ট, SpO2-এর হার ঘরের মধ্যে ৯০%-এর নিচে, তাদের তাড়াতাড়ি HDU/ ICU-তে নিয়ে যান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us