নিজস্ব সংবাদদাতাঃ সোমবার জানা গেছে, তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট মা ইং-জিউ আগামী সপ্তাহে চীন সফর করবেন। চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রায় প্রতিদিনই তাইওয়ানের দিকে যুদ্ধবিমান পাঠায় এবং দুই দেশের সরকারের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট এই সফর করবেন বলে জানা গেছে।