নিজস্ব সংবাদদাতাঃ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র কর্তৃপক্ষকে খনিতে হামলার ঘটনায় নয় চীনা নাগরিকের হত্যাকারীদের 'কঠোর শাস্তি' দেওয়ার আহ্বান জানিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, অপরাধীদের আইন অনুযায়ী কঠোর শাস্তি এবং চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টার দাবি জানিয়ে শি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।