New Update
/anm-bengali/media/post_banners/upSHl8Qw2BlxOEZR0lxq.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তান তাঁর জন্মভুমি। অবশেষে তার দেশের ওপর যা নির্মম অত্যাচার চলছে সেই নিয়ে অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন অভিনেত্রী সেলিনা জেটলি। তিনি জানিয়েছেন, তাঁর আফগানিস্তান এ অনেক বন্ধু বান্ধবী রয়েছে আত্মীয় – পরিজন ও রয়েছে তাদের জন্য মন খারাপ করছে। টিভিতে আফগানদের প্রতি তালিবানদের তান্ডব দেখে সেলিনা ভেঙ্গে পরেছে। চোখের জল ধরে রাখতে পারে নি তিনি।
সেলিনা জেটলি ইন্সটাগ্রামে একটি পোস্ট শেয়ার করে বলেছেন,’ অনেকে আমাকে মেসেজ করছেন,ফোন করছেন যে আমি কেন কিছু বলছি না, আসলে আমি এইসব দেখে খুবই অবাক যে আমার দেশ কে আমি এমন ভাবে দেখতে পাবো কোনো দিন আশা করিনি, ওখানকার মানুষদের দেখে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us