পাশবিকতার নয়া নজির, কুকুরের পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যাচ্ছে বাইক আরোহী

author-image
Harmeet
New Update
পাশবিকতার নয়া নজির, কুকুরের পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যাচ্ছে বাইক আরোহী

নিজস্ব সংবাদদাতাঃ পাশবিকতার নয়া নজির দেখতে পাওয়া গেল উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। একটি কুকুরের পায়ে দড়ি বেঁধে বাইকের পিছনে আটকে রাস্তা দিয়ে টেনে-হিঁছড়ে ২ কিলোমিটার নিয়ে গেল এক ব্যক্তি। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই নিন্দার ঝড় বয়ে গেছে। বাইক আরোহীকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম ইসলাম। তার বাড়ি গাজিয়াবাদের বিজয় নগর পুলিশ স্টেশন এলাকায়। ২ কিলোমিটার যাওয়ার পর তাকে আটকে কুকুরটিকে উদ্ধার করেন পথচারীরা। পরে কুকুরটিকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা প্রসঙ্গে পশুপ্রেমী সংগঠন পিপল ফর অ্যানিমেলসের সভাপতি সুরভি রাওয়াত জানান, প্রথমে অভিযুক্ত ব্যক্তি কুকুরটিকে একটি ইট দিয়ে আঘাত করে এর ফলে অচৈতন্য হয়ে পড়ে অবলা পশুটি। পড়ে তার পায়ে দড়ি বেঁধে বাইকে করে টানতে টানতে নিয়ে যায়। এদিকে পুলিশের জেরায় ধৃত ব্যক্তি জানিয়েছে, কুকুরটি তাদের এলাকায় পাগলামি করছিল। কিছু মানুষকে কামড়ে দেয়। তাই সে কুকুরটিকে অন্য এলাকায় ছেড়ে আসছিল। স্থানীয় এসিপি অংশু জৈন জানান, সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখার পরে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। আইন অনুযায়ী, পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।