পূর্ব কঙ্গোতে একের পর এক জঙ্গি হামলা, নিহত ২২

author-image
Harmeet
New Update
পূর্ব কঙ্গোতে একের পর এক জঙ্গি হামলা, নিহত ২২

নিজস্ব সংবাদদাতাঃ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি ও উত্তর কিভু প্রদেশে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষীদের ক্রমবর্ধমান হস্তক্ষেপ সত্ত্বেও কয়েক বছর ধরে পূর্ব কঙ্গোতে অব্যাহত সহিংসতার স্রোতের সর্বশেষ ঘটনা ছিল এই ঘটনা। ইতুরি প্রদেশের বেশ কয়েকটি গ্রামে একযোগে চালানো অভিযানে অন্তত ১২ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তা এবং সুশীল সমাজের নেতারা কোডেকো গ্রুপকে দোষারোপ করেছে। আশেপাশের লুবেরো অঞ্চলের প্রশাসক কর্নেল আলাইন কিওয়েওয়া জানিয়েছেন, উত্তর কিভুর মাউন্ট কিয়াভিরিমুর পাদদেশে নগুলি গ্রামে জঙ্গিরা আরও ১০ জনকে হত্যা করেছে এবং তিনজনকে অপহরণ করেছে। কিওয়েওয়া এই হামলার জন্য পূর্ব কঙ্গো ভিত্তিক উগান্ডার সশস্ত্র গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেসকে (এডিএফ) দায়ী করেছে।