বাসর রাতে কী কী করেছেন সব দেখালেন বাঙালি কন্যা! ছবি ভাইরাল সঙ্গে সঙ্গে

author-image
Harmeet
New Update
বাসর রাতে কী কী করেছেন সব দেখালেন বাঙালি কন্যা! ছবি ভাইরাল সঙ্গে সঙ্গে

নিজস্ব সংবাদদাতা: ইদানীং সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনশৈলী ভাগ করে নেওয়ার একটা ট্রেন্ড চালু হয়েছে। কেউ আবার নিজেদের একান্ত গোপন মুহূর্ত হুটহাট ভাগ করে নিচ্ছে। বিয়ের রাতে কী কী ঘটলো সেটাও শেয়ার করলো এক মহিলা। মেকআপ আর্টিস্ট সোহিনী গঙ্গোপাধ্যায় ইনস্টাগ্রামের পাতায় ভাগ করে নিলো নিজের বাসররাতের কাণ্ড। বাসরের বিছানায় স্বামী জড়িয়ে রয়েছে তাকে। বরবাবাজি বিয়ে সম্পন্ন হবার পর দুটো ছবি তুলেই ঘুম দিলো আর তাকে জড়িয়ে থাকলো সারারাত। মহিলার পোস্ট দেখে বোঝাই যাচ্ছে, বাসররাত নিয়ে সব আশা গেলো জলে।