New Update
/anm-bengali/media/post_banners/QrmEqXfW7ChqBV98D0mY.jpg)
সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: দুয়ারের সরকারের ক্যাম্পে উপচে পড়া ভিড়ের ফলে যানজটের সৃষ্টি হল জলপাইগুড়ি হলদিবাড়ি রোডে। শনিবার জলপাইগুড়ি সদর ব্লকের খরিয়া গ্রাম পঞ্চায়েতের পান্ডা পাড়া নিম্নবুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকারের শিবির শুরু হয়।সেখানে পঞ্চায়েত এলাকার ২৩টি বুথ থেকে কয়েক হাজার মানুষের সমাগম লক্ষ্য করা যায়। তার জেরে ভিড় উপচে পড়ে রাস্তায়। ক্যাম্পে একপ্রকার শিকেয় উঠেছে করোনার স্বাস্থ্যবিধি। প্রচুর মানুষের মুখে নেই মাস্ক, পাশাপাশি মানা হচ্ছে না শারীরিক দূরত্ব। যানজটের জেরে গাড়ি চলাচলে সমস্যা তৈরি হয়েছে ওই রাস্তায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us