মারিউপোলে আকস্মিক সফর নিয়ে পুতিনের সমালোচনায় ওলেক্সি হোনচারেঙ্কো

author-image
Harmeet
New Update
মারিউপোলে আকস্মিক সফর নিয়ে পুতিনের সমালোচনায় ওলেক্সি হোনচারেঙ্কো


নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের সাংসদ ওলেক্সি হোনচারেঙ্কো মারিউপোলে আকস্মিক সফর নিয়ে পুতিনের সমালোচনা করেছেন। রবিবার তিনি রাশিয়ার রাষ্ট্রপতিকে যুদ্ধাপরাধী বলে মৌখিক আক্রমণ করেছেন।

Russia-Ukraine live news: Putin makes surprise trip to Mariupol | News | Al  Jazeera

 তিনি দাবি করেছেন, মারিউপোলে গণহত্যার পেছনে পুতিনের হাত রয়েছে। উল্লেখ্য, মারিউপোল পরিদর্শনের সময় পুতিনকে বাসিন্দাদের সাথে কথা বলতে এবং বিমানবন্দর সহ মারিউপোলের পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে।