New Update
/anm-bengali/media/post_banners/BvBqBBHnscrWNXE3gsng.jpg)
সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি: বেসরকারি রিসর্ট থেকে উদ্ধার হল পূর্ণ বয়স্ক অজগর। শনিবার সকালে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের গরুমারা জঙ্গল সংলগ্ন দক্ষিণ ধূপঝোরা এলাকার একটি রিসর্টের মধ্যে ওই অজগরটি দেখতে পায় রিসর্টের কর্মীরা। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় উপচে পড়ে সেখানে। খবর দেওয়া হয় ধূপঝোরা বিট অফিসে। সেখান থেকে বনকর্মীরা এসে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অজগরটিকে উদ্ধার করে। অজগরটি সুস্থ থাকায় সেটিকে এদিনই জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us