New Update
/anm-bengali/media/post_banners/ELzII5t3dRtMbro95TaB.jpg)
নিজস্ব সংবাদদাতা: এবার দারুণ প্ল্যান নিয়ে হাজির এলআইসি। নাম জীবনলক্ষ্য স্কিম। প্রতিদিন জমাতে হবে ১১৫ টাকা। ২২ বছর ধরে এই টাকা জমালে ২৬ লক্ষ টাকা পাবেন। স্কিমটি ম্যাচিওর হওয়ার আগে যদি পলিসি হোল্ডারের মৃত্যু হয়, তবে চিন্তার কিছু নেই। নির্দিষ্ট সময়েই আপনার জমানো পুরো টাকাটাই ফেরত পেয়ে যাবেন। সন্তানের ভবিষ্যত কিংবা নিজেদের বার্ধক্য জীবনের ভবিষ্যৎ নিয়ে চিন্তা মেটাবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us