New Update
/anm-bengali/media/post_banners/ZYbF9SENNtrA17taL4zQ.jpg)
নিজস্বে সংবাদদাতা: এবার পেট্রোল-ডিজেলের দামে বড়সড় পরিবর্তন হলো। নয়ডা, গাজিয়াবাদ সহ দেশের একাধিক বড় শহরে তেলের দাম কমিয়ে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে আজ পেট্রোলের দাম ৪১ পয়সা সস্তা। পাশাপাশি, রাজস্থানেও ৯৬ পয়সার পতন লক্ষ্য করা গেলো। এদিকে আবার গুজরাট ও মহারাষ্ট্রে ও পেট্রোলের দাম কমেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us