New Update
/anm-bengali/media/post_banners/Ol5rnBchn88eiRRZ5lz2.jpg)
নিজস্ব সংবাদদাতা: মুম্বাইয়ে মাকে টুকরো টুকরো করে কাটলো মেয়ে। প্রথমে খুন করে তারপর একটি ছুরি ও মার্বেল কাটার দিয়ে মায়ের দেহকে ৫ টুকরো করে অভিযুক্ত রিম্পল জৈন। মৃতদেহ উদ্ধার হয় লালবাগ-পেরু কম্পাউন্ড এলাকায়। অভিযুক্ত রিম্পল জৈন পুলিশি হেফাজতে রয়েছে। কেনও এই খুন তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us