নিজস্ব সংবাদদাতাঃ গ্রেফতারির পর কলকাতায় নিয়ে আসা হল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে। ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ ঘিরে এক কর্মসূচিতে পদপিষ্ট তিনজনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় আজ উত্তর প্রদেশের নয়ডা থেকে জিতেন্দ্রকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। যদিও আসানসোলের প্রাক্তন মেয়রের দাবি, তিনি কোনও অন্যায় করেননি, তিনি নির্দোষ। এদিন কলকাতা বিমানবন্দর থেকে নামার পর জিতেন্দ্রকে মেডিকেল চেকআপের জন্য দমদম পুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, ‘এই সরকার মনে করছে, আমাকে জেলে রাখলে এগিয়ে যাবে। তাই জেলে রাখছে। আমি ক্রাইম করিনি।’