দিন দিন কমছে সঙ্গমের ইচ্ছে?

author-image
Harmeet
New Update
দিন দিন কমছে সঙ্গমের ইচ্ছে?

নিজস্ব সংবাদদাতাঃ পার্টনারের সঙ্গে কেমিস্ট্রি জমছে না! নানা কারণেই কমতে পারে মিলনের ইচ্ছে। তখন কী করবেন? এক্ষেত্রে দু’জনে মিলে বসে কথা বলে সমস‌্যা মিটিয়ে নিলে, মানসিক চাপমুক্ত হলে, মেলামেশার ভাল পরিবেশ পেলে ডিসফাংশনের সমস্যা কেটে যায় আপনা থেকেই। মদ-ধূমপান-ওজনের সমস‌্যার কারণে এমন হলে নিয়মিত ব‌্যায়াম ও পরিশীলিত জীবনযাপন করলেই ওষুধ ছাড়াই ঠিক হয়ে যায় সমস‌্যা।