নাফাখুম জলপ্রপাত ভ্রমণ

author-image
Harmeet
New Update
নাফাখুম জলপ্রপাত ভ্রমণ

নিজস্ব সংবাদদাতাঃ দেশের বাইরে কোথাও ঘুরতে যেতে চাইছেন? কিন্তু বাজেট হয়ে দাঁড়াচ্ছে প্রধান সমস্যা? ভাবছেন কোথায় যাবেন? তাহলে ঘুরে আসতে পারেন বাংলাদেশের নাফাখুম জলপ্রপাত থেকে।

Nafa-khum - Wikipedia

 বাংলাদেশের অন্যতম সুন্দর ভ্রমণ স্থান এটি। প্রাকৃতিক সৌন্দর্যের ছটায় সমৃদ্ধ এইস্থান। এটি বাংলাদেশের অন্যতম বড় জলপ্রপাত। ভ্রমণপ্রেমী মানুষদের পছন্দের তালিকায় এই স্থানটি থাকবেই।

Nafakhum- The Niagara of Bengal – Tourism in Bangladesh

অবস্থান- বাংলাদেশের বান্দরবান জেলার থানচি উপজেলার রোমাক্রি ইউনিয়নে রয়েছে এই জলপ্রপাত।