New Update
/anm-bengali/media/post_banners/m2aGHeOrKfFWojHeWxsj.jpg)
নিজস্ব সংবাদদাতা: যাত্রী স্বাচ্ছন্দ্য এবং যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে ভারতীয় রেল মেট্রো রেলের ক্ষেত্রে বিরাট বদল আনছে। মেট্রোরেলে যুক্ত হল অত্যাধুনিক রেক। শুক্রবার বাণিজ্যিকভাবে পথ চলা শুরু হলো চিনা রেকটির। আট শতাংশ বেশি যাত্রী উঠতে পারবেন। দরজা অনেক বেশি চওড়া এবং বয়স্কদের জন্য আরও বেশি সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয়েছে। ঝাঁকুনি অনেক কম অনুভূত হবে। নতুন রেক চলবে নিউ গড়িয়া রুটে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us