New Update
/anm-bengali/media/post_banners/wNvitnUQh5s3mXSX0USQ.jpg)
নিজস্ব সংবাদদাতা: প্যান কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণের শেষ দিন কবে? ঘোষণা করল আয়কর দফতর। ৩১.৩.২৩ এর মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যানযুক্ত করতে হবে। সংযুক্তিকরণ না থাকলে আর পরিষেবা পাওয়া যাবে না বলে জানানো হয়েছে আয়করের তরফে। IT Act,1961, অনুসারে শুধুমাত্র কিছু ক্ষেত্রে ছাড় বাদ দিয়ে প্যানের সঙ্গে আধার সংযুক্তিকরণকে বাধ্যতামূলক করেছে সরকার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us