নিজস্ব সংবাদদাতাঃ শনিবার সকালে মধ্য আসামে রিখটার স্কেলে ৩.৬ ও ২.৮ মাত্রার পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে ৩.৬ মাত্রার প্রথম ভূমিকম্পটি সকাল ৯টা ৩ মিনিটে হয় এবং ২.৮ মাত্রায় দ্বিতীয় ভূমিকম্পটি হয় ১১টা ২ মিনিটে। তবে ভূমিকম্পের কারণে এখনও পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।