নিজস্ব সংবাদদাতাঃ শনিবার উত্তরপ্রদেশের পুলিশ জানিয়েছে, একটি ট্রাক কাটরা ওভারব্রিজে এক স্কুটারকে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় প্রাণ হারায় ৩জন শিশু। পুলিশ সুপার এস আনন্দ জানিয়েছেন, স্কুটারটি ট্রাকের সঙ্গে জড়িয়ে পড়ে এবং প্রায় ৫০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। তবে কি করে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটলো তা এখনও পর্যন্ত জানা যায়নি।