New Update
/anm-bengali/media/post_banners/EYyjk35i6J8lgZ9FbCzK.jpg)
নিজস্ব সংবাদদাতা: শুক্রবার কালীঘাটে দলের বৈঠকে মোবাইল ফোন বাইরে জমা রেখে ভিতরে ঢোকার নিয়ম ছিল। কিন্তু নিয়ম ভাঙলেন তৃণমূলের তিন নেতা, মন্ত্রী। এঁদের মধ্যে ছিলেন সুজিত বসু এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়। বৈঠকের শুরুতেই দিদির প্রশ্ন, 'সুজিত, সবাই ফোন বাইরে রেখেছে। তুমি কেন নিয়ে এসেছ?' দিদির মেজাজ সপ্তমে দেখে বাকি দু'জন তখন ফোন জমা দিতে দৌড়ান। সবাইকে তাড়া করছে একটাই প্রশ্ন, দিদি জানলেন কী করে?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us