দিল্লিতে হালকা বৃষ্টি, বজ্রপাতের পূর্বাভাস

author-image
Harmeet
New Update
দিল্লিতে হালকা বৃষ্টি, বজ্রপাতের পূর্বাভাস

নিজস্ব সংবাদদাতাঃ শনিবার সকালে হালকা বৃষ্টিতে জেগে ওঠার পর দিল্লিতে আবহাওয়ার আকস্মিক পরিবর্তন দেখা যায়। ভারতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হরিয়ানার নারওয়ানার কৈথাল ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি মাত্রার বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিল্লির বিচ্ছিন্ন স্থানে (আলিপুর, বুরারি, করাওয়াল নগর) হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। নয়াদিল্লির রিজিওনাল মেট সেন্টারের তরফে জানানো হয়েছে, "সিভিল লাইনস, সিলামপুর, বিবেক বিহার, আইজিআই বিমানবন্দর, এনসিআর (লোনি দেহাত, হিন্দন এএফ স্টেশন, গুরুগ্রাম, মানেসর), দেওবন্দ, নাজিবাবাদ, শামলি, বিজনৌর, চাঁদপুর, বাগপাট, মীরাট, খেকরা, মোদীনগর (উত্তরপ্রদেশ) এলাকায় আগামী ২ ঘণ্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।"