গরু পাচারের টাকায় মেয়ে সুকন্যার নামে ১৬ কোটির ফিক্সড ডিপোজিট! ফাঁসলো অনুব্রত

author-image
Harmeet
New Update
গরু পাচারের টাকায় মেয়ে সুকন্যার নামে ১৬ কোটির ফিক্সড ডিপোজিট! ফাঁসলো অনুব্রত

নিজস্ব সংবাদদাতা: গরু পাচার মামলায় গত সপ্তাহ থেকে দিল্লিতে ইডির হেফাজতে অনুব্রত মণ্ডল। এবার মুখ খুললেন অনুব্রত মণ্ডলের সিএ মণীশ কোঠারি। মণীশের দাবি, গরু পাচারের কালো টাকাতে অনুব্রত মেয়ে সুকন্যার নামে ১৬ কোটির ফিক্সট ডিপোজিট করিয়েছেন, দাবি ইডির। অনুব্রতর নির্দেশেই সিএ হিসেবে ২০১৬ সাল থেকে তাঁর সব কাজ করে গেছেন বলেও জানান মণীশ।