নিজস্ব সংবাদদাতাঃ একের পর এক শিক্ষা নিয়োগে দুর্নীতি।জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি । হেফাজতে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য এবং এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যও। এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষা দফতরকে কলঙ্কমুক্ত করতে শুক্রবার কালীঘাটে পঞ্চায়েত নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে মুখ্যমন্ত্রী শিক্ষা সংগঠনের দায়িত্ব দিলেন বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। মুখ্যমন্ত্রী দুর্নীতি রুখতে ১৯৯০ থেকে ২০১১সাল পর্যন্ত কারা কারা নিয়োগপত্র পেয়েছেন তার একটি তালিকা বানাতে বলেছেন শিক্ষামন্ত্রীকে।