নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম শহরে জাল নোটের কারবারের চেষ্টা করছে বেশ কিছু অসাধু মানুষ এলাকার বেকার যুবকদের কাজে লাগিয়ে। ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার গোপন সুত্রে খবর পেয়ে আনাচে কানাচে কড়া নজরদারি চালাছিল। শেষমেষ সূত্র ধরে ঝাড়গ্রাম শহর লাগোয়া কিছু জায়গায় জাল পেতে দুই যুবকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে উদ্ধার হয় ২০০০ এবং ৫০০টাকার জাল নোট। জাল নোট সহ আবারও দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনাটি ঝাড়গ্রাম থানার কাশিয়া বাইপাস এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃত দুই ব্যক্তির নাম শেক মহিম বাড়ি রাধানগর গ্রামে এবং মানব মজুমদার ওরফে রাহুল বাড়ি কাশিয়া এলাকায়। ধৃত ব্যক্তিদের কাছ থেকে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকার জাল নোট উদ্ধার করেছেন পুলিশ।
এদিন শুক্রবার ধৃত ব্যক্তিদের ঝাড়্গ্রাম আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে কাশিয়া এলাকায় বেশ কিছু সময় ধরে ঘোরাঘুরি করছিলেন। পুলিশ বেশ কিছু সময় ধরে তাদেরকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ ভাজন হিসেবে জিজ্ঞেসাবাদ শুরু করলে তাদের কথায় অসঙ্গতি পাওয়ার পর পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। ধৃত ব্যক্তিদের কাছ থেকে ২০ টি দু হাজার টাকা ও পাঁচটি পাঁচশো টাকার জাল নোট অর্থাৎ মোট ৪২ হাজার টাকার জাল নোট উদ্ধার করেন। এর আগেও পুলিশ বেশ কয়েক জনকে জাল নোট সহ গ্রেপ্তার করেছিলো।পুলিশ মনে করছে জাল নোটের কারবার শহরে বাড়ছে।