নিজস্ব সংবাদদাতাঃ ন্যাটো সদস্য পোল্যান্ড ও স্লোভাকিয়া কিয়েভে মিগ-২৯ যুদ্ধবিমান পাঠানোর অঙ্গীকার করার পর রাশিয়া শুক্রবার বলেছে, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সরবরাহ করা সব যুদ্ধবিমান ধ্বংস করে দেবে। গত বছর রাশিয়ার আগ্রাসনের পর থেকে ন্যাটো দেশগুলো ইউক্রেনে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পাঠিয়েছে, কারণ রাশিয়ার অগ্রগতি রোধের জন্য প্রয়োজনীয় অস্ত্র চেয়েছিলো কিয়েভ।