মস্কো সফরকে নতুন 'মাইলফলক' হিসাবে চিহ্নিত করবে চীনা প্রেসিডেন্ট

author-image
Harmeet
New Update
মস্কো  সফরকে  নতুন 'মাইলফলক' হিসাবে  চিহ্নিত করবে চীনা প্রেসিডেন্ট

নিজস্ব সংবাদদাতাঃ শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং সফরে গিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন 'সীমাহীন' বন্ধুত্বের ঘোষণা দেন। তারপর থেকে চীন রাশিয়ার আগ্রাসনের নিন্দা করতে অস্বীকার করেছে, এরপরও রাশিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট। ইতিমধ্যেই, তার এই সফরকে নতুন মাইলফলক হিসাবে চিহ্নিত করতে চলছে বিশেষজ্ঞরা।