হরি ঘোষ, জামুড়িয়া: ইসিএল এর কয়লা বোঝাই করা ডাম্পার মারলো এক গৃহস্থর বাড়িতে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার নিঙ্ঘা কোলিয়ারির ইমলি ধাওড়া এলাকায়।
ঘটনা সূত্রে জানা যায় জামুড়িয়ার নিঙ্ঘা কোলিয়ারি থেকে কয়লা বোঝাই করা ডাম্পার বেরিয়ে সাতগ্রাম এরিয়ার সাইডিং এ যাচ্ছিল , ঠিক কোলেয়ারি থেকে বেরােনোর সময় জামুড়িয়া ১০ নম্বর ওয়ার্ডের ইমলি ধাওড়ার কাছেই কিরানি শর্মার বাড়িতে এক মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে পাল্টি মারে, অল্পের জন্য বেঁচে যায় শর্মার পরিবার। পরিবারের অভিযোগ, যতক্ষণ না ক্ষতিপূরণ দিচ্ছে ততক্ষণ গাড়ি এখান থেকে সরাতে দেবো না।