নিজস্ব সংবাদদাতাঃ ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, 'ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর' অভিযানে জেনিন এলাকায় শুক্রবার অন্তত ৪ ফিলিস্তিনি নিহত ও ২৩ জন আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তবে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, যাদের নিষ্ক্রিয় করা হয়েছে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে সঙ্গে জড়িত আছে বলে মনে করা হচ্ছে।